বিশ্বের বিভিন্ন দেশে বিদেশ গমনিচ্ছু কর্মীদের অনলাইন ডাটাবেজ রেজিষ্ট্রেশন চলছে। চলবে আগামী 4-10-2013 পর্যন্ত।
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি), পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্র (পিআইএসসি), সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে স্থাপিত নগর তথ্য ও সেবাকেন্দ্র(সিআইএসসি) এবং ৪২টি জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস (ডেমো) থেকেবিদেশে গমনেচ্ছুরা আবেদন করতে পারবেন। এর বাইরে কোন সাইবার ক্যাফে অথবা ব্যক্তি উদ্যোগে রেজিষ্ট্রেশন করা যাবেনা।
নাগরিককে সঙ্গে নিয়ে আসতে হবে:
১) মেশিনরিডেবল পাসপোর্ট (এমআরপি), যদি না থাকে তবে
২) জাতীয়তা পরিচয়পত্র, তা না থাকলে
৩) জন্মনিবন্ধন সনদপত্র
৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)এক সেট ফটো কপি সহ
৫) জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম-ঠিকানা ব্যবহৃত হয়েছে, পরবর্তিতে হুবহু সেই নাম-ঠিকানাব্যবহার করে এমআরপি পাসপোর্ট তৈরী করতে হবে
৬) নমিনির নাম-ঠিকানা ও মোবাইল নম্বর
৭) ঘনিষ্ঠ ও বিশ্বস্হ এমন তিন জন ব্যক্তির নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার
৮) দেশে / বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)
এছাড়া রেজিষ্ট্রেশনের জন্য প্রার্থীদের যে যোগ্যতা থাকা প্রয়োজন সে সম্পর্কে আপনার এলাকায় প্রচারনা করা প্রয়োজন।
প্রার্থীদের যোগ্যতা নিম্নরুপ:
রেজিষ্ট্রেশন ফি: উদ্যোক্তাগণ নিবন্ধন ফি বাবদ ২৫০/- টাকা গ্রহণ করবেন; মধ্যে ১৫০/- টাকা বিএমইটি’র ফি এবং ১০০/- টাকা উদ্যোক্তার ফি। রেজিস্ট্রেশন শেষে বিএমইটি’র মোট টাকা একত্রে উদ্যোক্তা সরাসরি বিএমইটি’র একাউন্টেBank Account Name: Wage Earner’s Welfare Fund, Account Number: 36000969, Sonali Bank, Ramna Corporate Branch, Dhaka)জমা দিয়ে স্লিপটিইউআইএসসি ও পিআইএসসি’র উদ্যোক্তারা জেলা প্রশাসনবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং সিআইএসসি’র উদ্যোক্তারা প্রধান নির্বাহী কর্মকর্তা/ফোকাল পয়েন্টের কাছে জমাদিবেন, অথবা, যতগুলো আবেদন উদ্যোক্তা গ্রহণ করবেন, প্রতি নাগরিকের বিপরীতে উদ্যোক্তা ১৫০/- টাকা জেলা প্রশাসন/ উপজেলা প্রশাসন/ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারকাছে জমা দিবেন যাতে করে তারা বিএমইটি’র একাউন্টে জমা দিতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস