Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন )আইন-২০১৩
বিস্তারিত

জন্ম ও মৃত্যু নিবন্ধন করার সময় মিথ্যা তথ্য প্রদানকারীর বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন )আইন-২০১৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা । এছাড়া একজন চেয়ারম্যান ও তিনজন সদস্যের বিধান রেখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৩ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয় । সোমবার সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন । বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান । তিনি বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জন্ম-নিবন্ধন আইনটি দিয়েছে । ১৮৭৩ সালের আইনটি ২০০৪ সালে প্রথম সংশোধন করা হয় । তখন এ আইনে ডিজিটাল পদ্ধতির এবং প্রবাসীদের নিবন্ধনের বিষয়টি ছিল না, তা বর্তমান আইনে বিধান রাখা হয়েছে ।” তিনি বলেন, “কোনো ব্যক্তি তার জন্ম ও মৃত্যু নিবন্ধনের সময় মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে এক বছর জেল ও পাঁচ হাজার টাকার জরিমানার বিধান রাখা হয়েছে এ আইনে ।

ছবি
ডাউনলোড