কুলাউড়া উপজেলার পৃথিমপাশার জমিদার পুত্র মরহুম নবাব আলী সরওয়ার খান চুনু নওয়াবের ব্যক্তিত্ব ও জীবনী নিয়ে লেখা বইটির মোড়ক উন্মোচন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি। বৃহস্পতিবার রাতে পৃথিমপাশার আলী আমজদ উচ্চ বিদ্যালয় মাঠে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে বিদ্যুৎ চলে যায় এবং অনুষ্ঠান শেষ হবার অনেক পরে বিদ্যুৎ আসে। এ সময় অনুষ্ঠানে আগত লোকজনের মধ্যে নানা কানাঘুষা শুরু হয়। নবাব আলী সরওয়ার খান ফাউন্ডেশন আয়োজিত ‘ব্যক্তিত্ব ও রাজনীতি’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না। তিনি আরও বলেন শেখ হাসিনার সরকার যতবার ক্ষমতায় এসেছে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করে গেছে। অনুষ্ঠানে নবাব আলী হামিদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান, উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কাদিপুর ইউপি চেয়ারম্যান সফি আহমদ সলমান, কুলাউড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান, আওয়ামী লীগ ইউপি সম্পাদক আবদুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান কমরেড আবদুল লতিফ। মন্ত্রী অনুষ্ঠানে আসার আগে পৃথিমপাশা নবাব বাড়িতে মরহুম নবাব আলী সরওয়ার খানের কবর জিয়ারত করেন। বইটি সম্পাদনা করেছেন ড. ইলিয়াছ এবং সহ-সম্পাদনা করেছেন আবদুল হান্নান, সৈয়দ আবিদ হোসেন এবং নবাব আলী বাখর খান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস