বাল্য বিবাহ রোধ করি, দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি । এই স্লোগান আমরা মানি না, কারন জন্ম নিবন্ধন এর লাইন বন্ধ করে দিয়েছে কিন্তু আটড সাইডের কম্পিউটার এর দোকান তো আছে স্ক্যান তো করা যায় । তাহলে কেন আমরা মনবো বাল্য বিবাহ রোধ করি, অনলাইন ছাড়াই কম্পিউটার ম্যানরা স্ক্যান করে বয়স বারানো হয়।এবং কাজী রা বাল্য বিবাহ বন্ধ করে না কাজীদের মোটা অংকের টাকা পাইলেই সব সম্ভব, কাজীরা বয়সের স্থানে ফাকা রাখেন ।
এর কি কোন সমাধান হবে না ।আমরা চাই মেয়েদের ১৮ বছরের নিচে কোন বিবাহ নেই এবং ছেলেদের ২২ এর নিচে বিবাহ করা জাবে না । সরকারে আইন মেনে চলতে হবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস