কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের গজভাগ গ্রামের অধিবাসী বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী ,মধ্যবৃত্ত পরিবারের সমত্মান মরহুম ক্বারী মোঃ আছগর আলী সাহেব ৩.০৪ একর ভূমি দানক্রমে তাঁর বাবা আহম্মদ আলী এর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন।
*ইতিহাসঃ বিদ্যালয়টি প্রথমে এম. ই স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে জমিদারী প্রথার দৌরাত্যকালে ১৯৫৮ ইং সনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। ১৯৭২ ইং সনে উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি প্রথমে গজভাগ গ্রামের মধ্যবর্তী স্থানে প্রতিষ্ঠাতা মরহুম ক্বারী আছগর আলী সাহেবের বাড়ীর সম্মুখে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৩-১৯৬৪ ইং সনে সরকারী অনুদানে ও প্রতিষ্ঠাতার ব্যক্তিগত অনুদানের অনুকুলে বর্তমান স্থানে ১৫০র্ ফুটX ২০র্ ফুটX ৬র্র্ ফুট বারান্দা সমেত আধা-পাকা টিন শেড গৃহ নির্মিত হয়। বিদ্যালয়টির জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষারফলাফল উন্নত মানের।
৭. প্রোফাইল -প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকঃ
ছাত্র/ছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক)
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | বিজ্ঞান | মানবিক | বাণিজ্য | মমত্মব্য |
৬ষ্ঠ-ক | - | ৬০ | ৬০ | - | - | - |
|
৬ষ্ঠ-খ | ৬১ | ২৬ | ৮৭ | - | - | - |
|
৭ম-ক | ২৭ | ৩৩ | ৬০ | - | - | - |
|
৭ম-খ | ১৪ | ১৩ | ২৭ | - | - | - |
|
৮ম | ৩৬ | ৫৭ | ৯৩ | - | - | - |
|
৯ম | ৩৭ | ৫৯ | ৯৬ | ১৬ | ৭০ | ১০ |
|
১০ম | ২৬ | ২৯ | ৫৫ | ১৬ | ২৩ | ১৬ |
|
-মোট | ২০১ | ২৭৭ | ৪৭৮ |
|
|
|
|
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ
*পরিচালনা কমিটির ধরণঃ নিয়মিত।
১। জনাব নাজির আহামেদ চৌধুরী সভাপতি
২। জনাব মোঃ গোলজার হোসেন শিক্ষক প্রতিনিধি
৩। জনাব মোঃ চিনু মিয়া শিক্ষক প্রতিনিধি
৪। জনাব মোঃ আপ্তাব আলী অভিভাবক সদস্য
৫। জনাব মোঃ আব্দুল হান্নান অভিভাবক সদস্য
৬। জনাব মোঃ মানিক মিয়া অভিভাবক সদস্য
৭। জনাব মোঃ আতিকুল ইসলাম আঙ্গুর অভিভাবক সদস্য
৮। জনাব মিসেস রোকেয়া বেগম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
৯। জনাব মোঃ আশিকুর রহমান শিক্ষানুরাগী সদস্য
১০। জনাব মোঃ তাজুল ইসলাম সদস্য-সচিব
*পরিচালনা কমিটির সদস্য সংখ্যাঃ ১০(দশ)।
।
মেয়াদ ১০.১০.২০১২-০৯.১০.২০১৪খ্রি.
পাশের হার জে.এস.সি
সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ পরীক্ষার্থী | পাশের হার | মমত্মব্য | ||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | |||
২০১০ | ২৬ | ৬২ | ৮৮ | ১৭ | ৩২ | ৪৯ | ৫৫.৬৮% | ০২ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। |
২০১১ | ৩৯ | ৫৪ | ৯৩ | ২৮ | ৪৭ | ৭৫ | ৮০.৬৫% |
|
২০১২ | ৪০ | ৬৮ | ১০৮ | ৪০ | ৫৯ | ৯৯ | ৯১.৬৬% |
|
২০১৩ |
|
|
|
|
|
|
|
|
পাশের হার এস.এস.সি
সাল | বিভাগ | প্রেরিত পরীক্ষার্থী | উত্তীর্ণ পরীক্ষার্থী | পাশের হার | ||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট |
| ||
২০০৮ | বিজ্ঞান | ০৫ | ০২ | ০৭ | ০২ | ০১ | ০৩ | ২১.৪২% |
মানবিক | ০৬ | ১৫ | ২১ | ০২ | ০১ | ০৩ | ||
২০০৯ | বিজ্ঞান | ০৭ | ০৫ | ১২ | ০৫ | ০৫ | ১০ | ৭৭.৪১% |
মানবিক | ০১ | ১৮ | ১৯ | ০১ | ১৩ | ১৪ | ||
২০১০ | বিজ্ঞান | ০৪ | ০৭ | ১১ | ০৪ | ০৭ | ১১ | ৮৩.৮৭% |
মানবিক | ০৪ | ১৬ | ২০ | ০৪ | ১১ | ১৫ | ||
২০১১ | বিজ্ঞান | ০৩ | ০৭ | ১০ | ০১ | ০২ | ০৩ | ৬৮% |
মানবিক | ১২ | ২৮ | ৪০ | ১১ | ২০ | ৩১ | ||
২০১২ | বিজ্ঞান | ০৯ | ১০ | ১৯ | ০৯ | ১০ | ১৯ | ৯৪.৪৪% |
মানবিক | ১০ | ২৫ | ৩৫ | ১০ | ২২ | ৩২ | ||
২০১৩ | বিজ্ঞান |
|
|
|
|
|
|
|
মানবিক |
|
|
|
|
|
|
শিক্ষাবৃত্ত তথ্য সমূহঃ
* প্রচলিত কোর্সঃ বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগ ।
* সহ শিক্ষাস্কাউট, বিভিন্ন খেলাধূলা, দেয়ালিকা অঙ্কন,বিতর্ক প্রতিযোগিতা,
সঙ্গীত,জাতীয় দিবস উদযাপন প্রভৃতি।
অর্জনঃ
* একাডেমিক কার্যক্রম বেগবান করার জন্য শ্রেণী ওয়ারী সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ করা হয়।
* পাবলিক পরীক্ষায় দিনে দিনে সংখ্যাগত ও গুণগত দিক থেকে উন্নত মানের ফলাফল অর্জন করা হচ্ছে।
*শিক্ষার্থীদের পাঠাভ্যাস দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
*শিক্ষার্থীদের ঝরে পড়া অনেকাংশে রোধ করা হয়েছে।
*ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ৯৫% নিশ্চিত করা হয়েছে।
*সাপ্তাহিক পাঠ-পরিকল্পনা বাসত্মবায়ন করা হয়েছে।
*বিদ্যালয় নির্ধারিত স্কুল ড্রেস ৯৯% নিশ্চিত করা হয়েছে।
*শিক্ষার্থী, অভিভাবক, প্রধান শিক্ষক, শিক্ষককবৃন্দ, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর মধ্যে বিদ্যালয় বিষয় সমূহের ক্ষেত্রে দিনে দিনে মধুর সম্পর্ক গড়ে উঠছে ।
*সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ সকলই বি.এড প্রশিক্ষণপ্রাপ্ত।
*প্রতি বৎসর বার্ষিক পরীক্ষায় শ্রেণী ওয়ারী ১ম,২য় ও ৩য় স্থানাধিকারী শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান করা হয়।
ভবিষ্যত পরিকল্পনাঃ
*ছাত্র/ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা।
*কমপক্ষে দুটি ক্লাসরম্নম ভবন প্রতিষ্ঠিত করা।
*বিদ্যালয়টিকে দ্বাদশ শ্রেণী পর্যমত্ম উন্নীত করা্।
*একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠিত করা।
*আকর্ষণীয় শিক্ষাপরিবেশ সৃষ্টি করা।
*শিক্ষক-অভিভাবক সম্পর্ক আরও বৃদ্ধি করা।
*পাবলিক পরীক্ষার ফলাফল ১০০%-এ উন্নীত করা।
*সহ-পাঠক্রমিক বিষয়াবলীর চর্চা ও অনুশীলন জোরদার করা।
*আধুনিক প্রক্রিয়ায় পাঠদানের লক্ষেবিষয় শিক্ষকদের প্রশিক্ষণ অব্যাহত রাখা।
*২০২০ সালের মধ্যে বিদ্যালয়টিকে একটি উন্নত বিদ্যালয়ে পরিণত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস