Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিশ্বের বিভিন্ন দেশে বিদেশ গমনিচ্ছু কর্মীদের অনলাইন ডাটাবেজ রেজিষ্ট্রেশন চলছে...
বিস্তারিত

বিশ্বের বিভিন্ন দেশে বিদেশ গমনিচ্ছু কর্মীদের অনলাইন ডাটাবেজ রেজিষ্ট্রেশন চলছে। চলবে আগামী 4-10-2013 পর্যন্ত।

 

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি), পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্র (পিআইএসসি), সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে স্থাপিত নগর তথ্য ও সেবাকেন্দ্র(সিআইএসসি) এবং ৪২টি জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস (ডেমো) থেকেবিদেশে গমনেচ্ছুরা আবেদন করতে পারবেন। এর বাইরে কোন সাইবার ক্যাফে অথবা ব্যক্তি উদ্যোগে রেজিষ্ট্রেশন করা যাবেনা।

 

নাগরিককে সঙ্গে নিয়ে আসতে হবে:

১) মেশিনরিডেবল পাসপোর্ট (এমআরপি), যদি না থাকে তবে

২) জাতীয়তা পরিচয়পত্র, তা না থাকলে

৩) জন্মনিবন্ধন সনদপত্র

৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)এক সেট ফটো কপি সহ

৫) জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম-ঠিকানা ব্যবহৃত হয়েছে, পরবর্তিতে হুবহু সেই নাম-ঠিকানাব্যবহার করে এমআরপি পাসপোর্ট তৈরী করতে হবে

৬) নমিনির নাম-ঠিকানা ও মোবাইল নম্বর

৭) ঘনিষ্ঠ ও বিশ্বস্হ এমন তিন জন ব্যক্তির নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার

৮) দেশে / বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)

 

এছাড়া রেজিষ্ট্রেশনের জন্য প্রার্থীদের যে যোগ্যতা থাকা প্রয়োজন সে সম্পর্কে আপনার এলাকায় প্রচারনা করা প্রয়োজন।

প্রার্থীদের যোগ্যতা নিম্নরুপ:

  • আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর।
  • শুধুমাত্র নারী গৃহকর্মী পেশায় বয়স ২৫-৪৫ বছর হতে হবে। অন্যান্য পেশার ক্ষেত্রে মহিলা প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর)
  • যেকোন দেশের জন্য এই রেজিস্ট্রেশন প্রযোজ্য হবে। তবে প্রার্থী তার পছন্দের পেশায় সর্বাধিক ৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন।
  • প্রার্থী সর্বমোট ২০০-এর অধিক ট্রেড/পেশা থেকে এক বা একাধিক ট্রেড পছন্দ করতে পারবেন।
  • এছাড়া যাদের বিশেষ কোন ট্রেড বা পেশায় দক্ষতা নেই, তারা সাধারন কর্মী হিসেবে রেজিস্ট্রশন করতে পারবেন।

 

রেজিষ্ট্রেশন ফি: উদ্যোক্তাগণ নিবন্ধন ফি বাবদ ২৫০/- টাকা গ্রহণ করবেন; মধ্যে ১৫০/- টাকা বিএমইটি’র ফি এবং ১০০/- টাকা উদ্যোক্তার ফি। রেজিস্ট্রেশন শেষে বিএমইটি’র মোট টাকা একত্রে উদ্যোক্তা সরাসরি বিএমইটি’র একাউন্টেBank Account Name: Wage Earner’s Welfare Fund, Account Number: 36000969, Sonali Bank, Ramna Corporate Branch, Dhaka)জমা দিয়ে স্লিপটিইউআইএসসি ও পিআইএসসি’র উদ্যোক্তারা জেলা প্রশাসনবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং সিআইএসসি’র উদ্যোক্তারা প্রধান নির্বাহী কর্মকর্তা/ফোকাল পয়েন্টের কাছে জমাদিবেন, অথবা, যতগুলো আবেদন উদ্যোক্তা গ্রহণ করবেন, প্রতি নাগরিকের বিপরীতে উদ্যোক্তা ১৫০/- টাকা জেলা প্রশাসন/ উপজেলা প্রশাসন/ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারকাছে জমা দিবেন যাতে করে তারা বিএমইটি’র একাউন্টে জমা দিতে পারেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
26/09/2013