Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিজয়ের অপেক্ষায়, হায়রে স্বাধীনতা !
বিস্তারিত

এখনো শুনি সকুনের ডাক,শেয়ালের আত্ম চিত্‌কার
হায়েনার হিংস্র দাবানল তীব্র হুংকারে,
শুনি বীরঙ্গনার আহাজারী,গগণ বিদারী উঠে-
ধর্ষিত মা বোনের ঞন্দন, সহিদ প্রেতাত্মার রোষানলে
আকাশে বাতাসে ভেসে বেড়ায় অগনিত বজ্রধ্বনি-
বিজয়য়ের আশ্লেষে,অনাদরে অবহেলায় রক্ত গঙ্গা বইয়ে।
রাতের অমানিশায় ভেসে বেড়ায় দস্যুদল,
মুক্তির রোষানলে দেশমাতৃকার ইজ্জত লুন্ঠনে।
কোথায় স্বাধীতার স্বপ্ন হারালো কার হাত ধরে?
এখনো অভাবী মুখের করুন আর্তনাদ,কিশোরী ধর্ষন-
এসিড নিক্ষেপ,হত্যা রাহাজানি ঘুষখোর আর সুদখোরদের-
সম বিচরন বিদ্রোহী বীরের ন্যায় স্বাধিকার মুখোশ পড়ে।
যে দেশে এখনো মানূষের মৌলিক অধিকার নেই,
নেই সত্য ও ন্যায়ের বিচরন,স্বাধীনতা সেখানে সোনার হরিন মাত্র।
রাজনীতির কুক্ষিগত শিষ্টাচারে যেখানে বহে নাভিশ্বাস,
সেথায় স্বাধীনতার বড় বড় বুলি ছাড়া আর কিই বা লভ্য!
বিজয়ের মাস এলে একগুচ্ছ ফুল বেদিতে দেওয়াই যেন-
স্বাধীনতার মহার্ঘ অর্জন, বরেণ্য দেশ প্রেমিকের মত,
এটাই কি ছিল বাংলা মায়ের চাওয়া! হায়রে বর্বর হায়েনার দল!
কভু কি মিটিবে এ স্বাধ যার জন্যে হলো স্বাধিকার?
কবে হাসবে দেশমাতা বিজয়ের উল্লাসে দলমত ভেদাভেদে?
গাইবে বিজয়ের গান,অমলিন প্রেমের কোমল বন্ধনে।

 

 

সংগ্রহকৃত*http://www.somewhereinblog.net/blog/arunudoy/29292436

ছবি
ডাউনলোড