Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মৌলভীবাজার জেলায় নানা আয়োজনে ডিজিটাল সেন্টারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিস্তারিত

 

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগীতায় গত 02.12.2015খ্রি: রোজ বুধবার সকাল 10.30 মিনিটের সময় সদর জেলা পরিষদের সামনে থেকে র‌্যালি শুরুর মাধ্যমে ডিজিটাল সেন্টারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কার্যক্রম আরম্ভ করা হয়। উক্ত র‌্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা অডিটরিয়াম ভবণ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কেক কাটা, আলোচনা সভা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসনের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল হাসান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব জনাব মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার জনাব মোঃ শাহ জালাল আহমদ । সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মাসুকুর রহমান শিকদার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

উক্ত আলোচনায় সভায় প্রধান অতিথি ডিজিটাল সেন্টার সমূহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সহজে সেবা গ্রহীতাগণ সেবা প্রাপ্তির বিষয় নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন,  অনলাইন পাসপোর্ট ফরম পূরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  ডিজিটাল সেন্টারের কার্যক্রমকে আরো গতিশীল ও মান বৃদ্ধির লক্ষে জেলার প্রতিটি ডিজিটাল সেন্টারে ভেন্ডার লাইসেন্স, অনলাইন নামজারী ক্ষতিয়ানের আবেদন দ্রুত চালুর বিষয়ে আশ্বাস প্রদান করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা টেকনিসিয়ানবৃন্দ, ডিজিটাল সেন্টার সমূহের উদ্যোক্তাবৃন্দ (নারী ও পুরুষ), সাংবাদিকবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছবি
ছবি
ডাউনলোড